নানা অজুহাত তুলে মধ্যপ্রদেশ সরকার ৯৪ হাজার স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ ক্ষোভে ফুঁসছে। প্রতিরোধে গুনা শহরের প্রগতিশীল মানুষ একজোট হয়ে একটি সংঘর্ষ কমিটি গঠন করেছেন। তাঁদের ডাকে ২৩ অক্টোবর অগ্রওয়াল ধর্মশালায় শিক্ষক-ছাত্র-অভিভাবকদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সর্বভারতীয় সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর। সভাপতিত্ব করেন ব্যাঙ্ক ইউনিয়নের নেতা মুরারী শর্মা। সঞ্চালনা করেন মোহর সিং লোধী। এঁরা ছাড়াও বক্তব্য রাখেন ডাঃ পুষ্পরাজ শর্মা, সেভ এডুকেশন কমিটির রাজ্য সম্পাদক সচিন জৈন প্রমুখ। বক্তারা প্রত্যেকেই কেন্দ্রের বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতির তীব্র বিরোধিতা করে বলেন, সরকারি স্কুল বন্ধ করে দেওয়া এই নীতিরই অঙ্গ। তাঁরা জানান, সরকারি স্কুল বন্ধ করে সাধারণ দরিদ্র-মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া চলবে না। স্কুল রক্ষায় গ্রাম-শহর জুড়ে মানুষকে সংগঠিত করে সংঘর্ষ কমিটি তৈরির প্রয়োজনের কথা উল্লেখ করেন তাঁরা।