পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু অরুণাচলে

১৮ জানুয়ারি কোলাঘাট ব্লকের সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের তিন পরিযায়ী শ্রমিকের অরুণাচল প্রদেশের আনিনী থানা এলাকায় মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই বিষয়ে উপযুক্ত তদন্ত, মৃতদেহগুলি ফিরিয়ে আনার যাবতীয় খরচ ও সৎকারের বন্দোবস্ত এবং প্রতি পরিবারকে অন্তত ৫ লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়ার দাবি জানিয়ে ২১ জানুয়ারি সারা ভারত পরিযায়ী শ্রমিক সমিতির কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, তমলুক মহকুমা শাসক ও কোলাঘাটের ব্লক উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়।

সমিতির ব্লক কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, ১৮ জানুয়ারি গভীর রাতে ওই পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু হলেও এখনও পর্যন্ত মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার কোনও সরকারি উদ্যোগ নেওয়া হয়নি।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের নূর মহম্মদ নামে একজন ঠিকাদার, রেনুবার-এর শেখ মুজিবর রহমান (৩৯) ও শেখ সইফ আলি (২২) এবং দক্ষিণ জিয়াদার সৈয়দ সানে আলি (১৯)-কে আসামে কাজের জন্য নিয়ে যায়। কয়েকদিন পরে তাঁদের অরুণাচল প্রদেশের আনিনী থানা এলাকায় নিয়ে যাওয়া হলে সেখানে জোটে ছোট্ট একটি ঘর। উপযুক্ত দরজা-জানলা না থাকায় তীব্র শীত আটকাতে ঘরে আগুন জ্বালিয়ে শুতে বাধ্য হন ওই শ্রমিকেরা। ফলে ঘরে জমে ওঠা বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড-এ শ্বাসরুদ্ধ হয়ে এই মৃত্যু বলে প্রাথমিক অনুমান।