Breaking News

ইন্দোরে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন

লোকসভা ভোট মিটতে না মিটতেই মধ্যপ্রদেশের বিজেপি সরকার ইন্দোরের বস্তিবাসীদের উচ্ছেদে নেমে পড়েছে। শহরের আর ই-২ এলাকায় ৬৫০টি পরিবারকে উচ্ছেদ করে সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে ইন্দোরের বিজেপি পরিচালিত কর্পোরেশন। এর বিরুদ্ধে বস্তিবাসীরা আদালতে মামলা করেছেন। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করে ১৫ জুন বিশাল পুলিশ বাহিনীর সাহায্য নিয়ে বস্তিবাসীদের উচ্ছেদ করতে শুরু করে কর্পোরেশনের কর্তৃপক্ষ। কোনও আগাম নোটিস দেওয়া, বস্তিবাসীদের পুনর্বাসনের আলোচনা করা, তাঁদের জিনিসপত্র ও শিশু-বৃদ্ধদের সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া ইত্যাদি কোনও নিয়মই পুরসভা মানেনি।

এই উচ্ছেদের খবর পেয়েই এস ইউ সি আই (সি)-র স্থানীয় নেতা-কর্মীরা বস্তিবাসীদের পাশে ছুটে যান। ‘ঘর বাঁচাও রোজগার বাঁচাও’ আন্দোলনের কোঅর্ডিনেটর প্রমোদ নামদেবের নেতৃত্বে জেলাশাসক অফিসে বিক্ষোভ দেখান বস্তিবাসীরা। তাঁরা বলেন, শহরের সৌন্দর্যায়ন এবং চওড়া রাস্তার নামে আসলে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সুবিধা করার জন্য হাজার হাজার গরিব মানুষকে শহরের বাইরে নিক্ষেপ করছে বিজেপি সরকার। দলের পক্ষ থেকে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়, অবিলম্বে উচ্ছেদ বন্ধ করে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং পূর্ণাঙ্গ পরিকল্পনার ভিত্তিতে জনগণের মতামত নিয়ে শহরের উন্নয়নের কাজ করতে হবে।