বিজেপি আবার শুরু করেছে মন্দির রাজনীতি৷ গত চার বছর পড়ে থাকা আলখাল্লাটিকে ধুলো ঝেড়ে আবার গায়ে চাপিয়েছেন বিজেপি নেতারা৷ স্লোগান তুলেছেন, ‘মন্দির ওহি বনায়েঙ্গে’৷ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পাঁচশো বছরের পুরনো যে ঐতিহাসিক স্থাপত্যকর্মটিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিজেপি–সংঘ বাহিনী সেই বাবরি মসজিদের জায়গাটিতেই বানাতে হবে রামমন্দির৷ সামনে লোকসভা নির্বাচন৷ তাঁদের …
Read More »