রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কোলাঘাট ফুলবাজারে অবিলম্বে মেঝে, শেড, শৌচাগার সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে ২১ ফেব্রুয়ারি দক্ষিণ–পূর্ব রেলওয়ের সদর দপ্তর খড়গপুর ডিআরএম অফিসে প্রায় পাঁচ শতাধিক ফুল চাষি ও ফুল ব্যবসায়ী বিক্ষোভ দেখান৷ তাঁরা খড়গপুর স্টেশন থেকে কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির ব্যানারে এক সুসজ্জিত মিছিল সহকারে ডিআরএম অফিসের মূল গেটে জড়ো …
Read More »