ধামাধরা গণমাধ্যম : ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছে যে, প্রায় সমস্ত গণমাধ্যম, বিশেষত টিভি চ্যানেল, দৈনিক–সাপ্তাহিক–মাসিক পত্র–পত্রিকাগুলি শাসকদলের মুখপত্রে পরিণত হয়েছে৷ কয়েকটি চ্যানেল তো প্রায় দলীয় চ্যানেলের মতো লাগাতার এবং সর্বক্ষণ বিজেপির পক্ষে প্রচার চালিয়ে গণমনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে৷ ‘টক–শো’গুলিতে বিজেপির ধামাধরা লোকেদের বসিয়ে …
Read More »