গণবিক্ষোভের চাপে নতি স্বীকারে বাধ্য হলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো৷ জনগণের দাবি মেনে ১৩ অক্টোবর তিনি প্রত্যাহার করে নিলেন জনস্বার্থবিরোধী ৮৮৩ নম্বর ডিক্রি, যাতে জ্বালানির ওপর সমস্ত ভরতুকি তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিল তাঁর সরকার৷ অক্টোবরের শুরু থেকে প্রায় দু’সপ্তাহ ধরে ইকুয়েডর বিক্ষোভে উত্তাল৷ খেটে–খাওয়া মানুষ, যাদের অধিকাংশ জনজাতি গোষ্ঠীভুক্ত, …
Read More »