শুধুই কি অভয়ার বিচার না পাওয়ার কান্না? এই মিছিলে এসে মিশেছে প্রতিটি ছাত্রের কৃষকের শ্রমিকের মহিলার নিত্যদিনের কান্নার বিপরীতে করুণাভিক্ষা নয়, দাবি আদায়ের বলিষ্ঠ আওয়াজ। ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছেন সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে আগামী প্রজন্মকে নবজাগরণের মনীষীদের স্বপ্নের পরিপূরক, আগামী সমাজের যোগ্য পরিচালক করার শিক্ষা আদায়ের অধিকারে। শ্রমজীবী থেকে বুদ্ধিজীবী– কে …
Read More »