অধ্যাপক সংহতি মঞ্চের উদ্যোগে ১১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলের সেমিনারে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের (সিবিসিএস) বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়৷ ইউজিসি–র নির্দেশে দেশ জুড়ে উচ্চ শিক্ষার স্নাতক স্তরে চাপানো এই নয়া ব্যবস্থাকে বকচ্ছপ মার্কা বলে শিক্ষাবিদরা তাঁদের মতামত প্রকাশ করেন৷ বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক অশোকেন্দু সেনগুপ্ত, অধ্যাপক গৌতম মাইতি, …
Read More »