উত্তরবঙ্গের চা–শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ (জয়েন্ট ফোরাম) দীর্ঘকাল ধরে আইনসঙ্গত ন্যূনতম মজুরি সহ অন্যান্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ কিন্তু মালিকপক্ষ কখনওই ন্যূনতম মজুরি আইন কার্যকর করেনি৷ পূর্বতন সিপিএম সরকারের মতো বর্তমান তৃণমূল সরকারও আইন মানতে মালিকদের উপর কোনও চাপ সৃষ্টি করেনি৷ ২৩–২৫ জুলাই জয়েন্ট ফোরাম তিন দিনের শ্রমিক ধর্মঘট ডেকেছিল৷ …
Read More »