এনআরসি–সিএএ বিরোধী বিক্ষোভে ধর্ম–বর্ণ নির্বিশেষে দেশের অসংখ্য সাধারণ মানুষের সঙ্গে ছাত্রছাত্রীরাও ব্যাপকভাবে সামিল৷ পুলিশি বর্বরতা উপেক্ষা করে তাঁরা সরকারের এই বিভেদমূলক পদক্ষেপের প্রতিবাদ জানাচ্ছেন৷ অল ইন্ডিয়া ডিএসও দেশ জুড়ে অসংখ্য প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রতিবাদরত ছাত্রছাত্রীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে৷
১৬ ডিসেম্বর দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্রছাত্রীদের প্রতি সংহতি জানাতে ডিএসও–র এক প্রতিনিধিদল আন্দোলনের সংগঠকদের সঙ্গে দেখা করেন৷ সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি কমরেড অশোক মিশ্র পুলিশি হামলা উপেক্ষা করে ছাত্রছাত্রীদের এই লড়াইকে অভিনন্দন জানান (ছবিতে ভাষণরত)৷ শিক্ষা ও মনুষ্যত্ব রক্ষায় সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতাবাদের বিরুদ্ধে সমস্ত বাধা অতিক্রম করে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য উপস্থিত ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি৷