শোহরাবুদ্দিন মামলার বিচারপতির মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত করতে হবে

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৯ নভেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন,

শোহরাবুদ্দিন সংঘর্ষ ও হত্যা মামলায় সিবিআই আদালতের বিচারপতি ব্রিজগোপাল হরকিষাণ লয়ার রহস্যজনক মৃত্যুর বিষয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদমাধ্যমের রিপোর্ট বহু প্রশ্ণ তুলেছে, যেগুলির উত্তর হওয়া প্রয়োজন৷ বিচারপতি লয়া ২০১৪ সালের ১ ডিসেম্বর নিহত হন৷ শোহরাবুদ্দিন সংঘর্ষ মামলার অন্যতম অভিযুক্ত অমিত শাহ সেই সময় ছিলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারপতি লয়ার মৃত্যুর সময় তিনিই শাসক বিজেপির জাতীয় সভাপতি৷

এই পরিস্থিতিতে আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে বিচারপতি লয়ার মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে তার রিপোর্ট প্রকাশ করতে হবে৷