ইতিহাসবিদের গ্রেপ্তারের প্রতিবাদে বুদ্ধিজীবী মঞ্চ

ইতিহাসবিদের গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার

শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ

দেশমান্য ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে বাঙ্গালোরে অসম্মান ও গ্রেপ্তার করার প্রতিবাদে শিল্পী সাংস্কৃতিক কর্মী–বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,

দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের পরে বাঙ্গালোরে যেভাবে দেশমান্য ইতিহাসবিদ রামচন্দ্র গুহের উপর পুলিশি অভব্যতা এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তাতে সরকার ও প্রশাসনের মুখোশ খুলে পড়েছে ও স্বৈরতন্ত্র কায়েম করার রাস্তা তৈরি হচ্ছে৷’’

ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কাঠামোকে উলঙঘন করে সাম্প্রদায়িক ভেদ–বিভেদ ও বিভাজনের যে প্রক্রিয়া ‘এনআরসি’ এবং ‘নাগরিকত্ব সংশোধনী আইন’–এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার শুরু করেছে তার প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জী, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, অধ্যাপক তরুণ নস্কর, সাংবাদিক দিলীপ চক্রবর্তী, আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত, শিক্ষাবিদ মীরাতুন নাহার, লেখিকা ও সমাজকর্মী মালবিকা চট্টোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক ও প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, মানবাধিকার আন্দোলনের নেতা সুজাত ভদ্র, ভাষ্কর নিরঞ্জন প্রধান, শিক্ষাবিদ পবিত্র গুপ্ত, সান্টু গুপ্ত প্রমুখ৷

(গণদাবী : ৭২ বর্ষ ২০ সংখ্যা)