সারা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আশা কর্মীরাও আন্দোলনে নেমেছেন৷ তাঁরা ২৮ নভেম্বর বিএমওএইচ দপ্তরে এক বিক্ষোভ সমাবেশে সামিল হন৷ শতাধিক আশা কর্মী পানিকাউরী মোড় থেকে মিছিল করে মগরা ডঙ্গিতে রাজগঞ্জ বি এম ও এইচ দপ্তরে উপস্থিত হন ও বিক্ষোভ দেখান৷ তাঁরা অমানবিক কাজের প্যাকেজের প্রতিলিপি পুড়িয়ে দেন৷ শিপ্রা ঘোষের নেতৃত্বে ৮ সদস্যের এক প্রতিনিধি দল বি এম ও এইচ–এর সাথে দেখা করে আশা কর্মীদের সরকারি স্থায়ী স্বাস্থ্যকর্মীদের মতো মর্যাদা, নূন্যতম মাসিক বেতন ১৮০০০ টাকা, পেনশন–পিএফ–ডিএ–বোনাস-ইএসআই সহ সহ সকল সুবিধা, সপ্তাহে একদিন ছুটি সহ ২১ দফা দাবিতে স্মারকলিপি দেন৷ বিএমওএইচ দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন৷ বিক্ষোভ সমাবেশে ববিতা মণ্ডল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন৷