ঘূর্ণিঝড় বুলবুল বেশ কিছু গরিব মানুষের জীবন কেড়ে নিয়েছে৷ বিপুল পরিমাণ কৃষিজ–বনজ সম্পদ এবং জনপদের ক্ষতি হয়েছে৷ হাজার হাজার বিদ্যুতের খুঁটি এবং বহু ট্রান্সফরমার ভেঙে পড়েছে৷ মাসাধিক কাল পরেও দক্ষিণ ২৪ পরগণার সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, কুলতলী, জয়নগর–২ ব্লকের বহু এলাকা বিদ্যুৎহীন৷ বিদ্যুৎ সংযোগ ফেরাতে অসহায় মানুষদের থেকে টাকা চাইছে বিদ্যুৎ অফিসের লোক, সরকারি দলের নেতা–কর্মীরা৷
অবিলম্বে এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানো সহ বিভিন্ন দাবিতে ২৫ নভেম্বর অ্যাবেকা দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির ডাকে অসংখ্য মানুষ বারুইপুরের পদ্মপুকুরে রিজিওনাল ম্যানেজার দপ্তরে বিক্ষোভ দেখান৷ কর্তৃপক্ষ দাবিগুলির যৌক্তিকতা মেনে নিয়েছেন৷ বিদ্যুতের খুঁটির অভাব না থাকলেও সেগুলো দুর্গত এলাকায়পৌঁছে দেওয়ার পরিকাঠামোর ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি ও সমস্যার কথা তিনি স্বীকার করেন৷ তিনি দুর্নীতি বন্ধ করার ও দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন৷ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি অসিত ভট্টাচায, সহ সভাপতি দিব্যেন্দু মুখার্জী এবং জেলা সম্পাদক রামচন্দ্র সাহু৷