ভারতীয় নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে ‘দি গোল্ডেন বুক অফ বিদ্যাসাগর’ পুনর্মুদ্রণের উদ্যোগ নিয়েছে পথিকৃৎ পত্রিকা৷ ১৯ অক্টোবর এই গ্রন্থের গ্রাহক–সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন পথিকৃৎ সম্পাদক এবং ‘দি গোল্ডেন বুক অফ বিদ্যাসাগর’–এর মুখ্য সম্পাদক মানিক মুখোপাধ্যায়৷ সল্টলেকের এক অনুষ্ঠানে এদিন তিনি গ্রন্থটির সাম্মানিক গ্রাহকপত্র তুলে দেন বিশিষ্ট জননেতা এবং এসইউসিআই (সি)–র পলিটবুরো সদস্য অসিত ভট্টাচার্যের হাতে৷ উপস্থিত ছিলেন ‘সারা বাংলা বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি’র সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূবিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, সম্পাদক কমল সাঁই, ‘অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি’র সাধারণ সম্পাদক অধ্যাপক অনীশ রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব৷ বইটির মূল্য সাড়ে সাতশো টাকা৷ গ্রাহক মূল্য চারশো টাকা৷