দক্ষিণ ২৪ পরগণার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি ও কাটমানি নেওয়ার প্রতিবাদে, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা দেওয়া এবং বেহাল রাস্তা সারানোর দাবিতে ২৭ সেপ্ঢেম্বর পঞ্চায়েতে বিক্ষোভ–ডেপুটেশন হয়৷ শতাধিক মহিলা ও পুরুষ এতে সামিল হন৷
সহদেব কয়ালের নেতৃত্বে এক প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেন৷ প্রধান দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন ও সেগুলি পূরণের আশ্বাস দিয়েছেন৷ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বিশ্বজিৎ ঘোষ, হাকিম আলি, মাধবী প্রামাণিক ও সুবীর দাস৷