১৮ আগস্ট লিট্ল আন্দামানের বিবেকানন্দপুর গ্রামে বার খোলার বিরুদ্ধে মা দুর্গা মহিলা সংঘ ও এডুকেশন্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে প্রতিবাদ সভা ও স্বাক্ষর সংগ্রহ অভিযান হয়৷ প্রতিবাদ সভায় শতাধিক মহিলা ও নানা অংশের মানুষ অংশগ্রহণ করেন৷ আন্দামান প্রসাশনের হিসেব অনুযায়ী, ২০১৭–২০১৮ অর্থবর্ষে প্রায় সাড়ে ৭৭ লক্ষ কার্টন মদ বিক্রি হয়েছে এবং তা থেকে ১৫৬১ কোটি ৬৩ লক্ষ ৬ হাজার টাকা সরকার আয় করেছে৷ এত মদের প্রসার বহু সামাজিক সমস্যারও জন্ম দিয়েছে, যার বিরুদ্ধে কালচারাল অর্গানাইজেশন আন্দোলন করে যাচ্ছে৷ (সূত্র : আনিডকো–র ওয়েবসাইট)
সভা থেকে প্রস্তাব নেওয়া হয়, মদমুক্ত আইল্যান্ডের দাবিতে লিটল আন্দামানের অন্যান্য গ্রামের মহিলাদের নিয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে৷