খসড়া জাতীয় শিক্ষানীতির জনস্বার্থ বিরোধী দিকগুলি বাতিল করা এবং শিক্ষার স্বার্থে অবিলম্বে প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু করা সহ ১৯ দফা দাবিতে ৩০ আগস্ট অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়৷ রাজ্যপাল স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলি পর্যালোচনা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখার্জী, সম্পাদক কার্তিক সাহা, অধ্যাপক প্রদীপ দত্ত, দিলীপ মাইতি এবং স্বপন চক্রবর্তী৷ কমিটির উপরোক্ত দাবিতে এলাকায় এলাকায়, জেলায় জেলায় আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন৷