বিজ্ঞানের নামে অপবিজ্ঞান — প্রতিবাদে রাজপথে বিজ্ঞানী, গবেষক ও ছাত্ররা

ভারত সহ সব পুঁজিবাদী দেশগুলিতেই বিজ্ঞান শিক্ষা আজ চূড়ান্ত অবহেলিত৷ বিজ্ঞান শিক্ষায়, গবেষণায় এক দিকে অর্থবরাদ্দ কমানো হচ্ছে, অন্য দিকে বিজ্ঞানের নামে অপবিজ্ঞানের চর্চা চলছে৷ এর বিরুদ্ধে ২০১৭ সালের ৯ আগস্ট সারা বিশ্বের বিজ্ঞানী–গবেষক সমাজ ‘গ্লোবাল মার্চ ফর সায়েন্স’–এর ডাক দিয়েছিলেন৷ বিজ্ঞান–প্রযুক্তি গবেষণায় আরও অর্থ বরাদ্দ এবং অবৈজ্ঞানিক চিন্তা ও ছদ্ম–বিজ্ঞানের প্রসার বন্ধ করতে হবে– এই দুটি দাবি নিয়ে বিজ্ঞান জগতের বিশিষ্টরা পা মিলিয়েছিলেন মিছিলে৷ তারই ধারায় ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স গত দু’ বছরের মতো এবারও ৯ আগস্ট অনুষ্ঠিত হল বিভিন্ন রাজ্যের রাজধানী সহ দেশের ৭০টি শহরে৷

কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীরা, দলের নেতারা নানা সময়ে বলেছেন, গরু অক্সিজেন ছাড়ে, গণেশের ঘাড়ে হাতির মাথা প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জারির প্রমাণ, গোমূত্র ক্যান্সারের প্রতিষেধক৷ তাঁরা আরও বলছেন, ডারউইন তত্ত্বের প্রাসঙ্গিকতা নেই৷ তাঁরা যুক্তিবাদের পরিবর্তে বিশ্বাসকেই ভিত্তি করছেন, যা বিজ্ঞানের মৌলিক ধারণার বিরোধী৷ এ সবের প্রতিবাদে এদিন রাজ্যের কলকাতা ও শিলিগুড়ি সহ নানা শহরে ‘মার্চ ফর সায়েন্স’ হয়৷ কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত বিভিন্ন দাবি সংবলিত সুসজ্জিত মিছিলে নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা দেড় হাজারেরও বেশি ছাত্রছাত্রী–গবেষক– অংশগ্রহণ করেন৷ মিছিল শেষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে৷

(গণদাবী : ৭২ বর্ষ ৩ সংখ্যা)