২৫ জুলাই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে কনভেনশন অনুষ্ঠিত হয়৷ মূল প্রস্তাব পেশ করেন অধ্যাপক যোগরাজন৷ বক্তব্য রাখেন অধ্যাপক পি শিব কুমার, অধ্যাপক করুণানন্দন, অধ্যাপক আর মানিবানান, অধ্যাপক আর মুরলী, অধ্যাপক আরুল আরম এবং এআইডিএসও–র রাজ্য সম্পাদক এম জে ভলতেয়ার৷ কনভেনশন সঞ্চালনা করেন অধ্যাপক এস এইচ থিলাগর৷ বক্তারা কেন্দ্রীয় শিক্ষানীতি ২০১৯ বিশ্লেষণ করে এর জনবিরোধী দিকগুলি চিহ্ণিত করেন এবং তার বিরুদ্ধে তীব্র আন্দোলনের আহ্বান জানান৷ তাঁদের দাবি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা প্রবর্তন করতে হবে৷