এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৪ জুলাই এক বিবৃতিতে বলেন,
বিজেপি নেতৃত্বাধীন সরকার কতটা নগ্নভাবে এবং স্বৈরাচারী কায়দায় গণতন্ত্রকে হত্যা করে চলেছে, আর টি আই আইনের সংশোধনী তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত৷ এই সংশোধনীর দ্বারা কেন্দ্রীয় ও রাজ্য তথ্য কমিশনকে কেন্দ্রীয় সরকারের লেজুড়ে পরিণত করা হল ও তার মধ্য দিয়ে আর টি আই একটি পুতুল সংস্থায় পরিণত হল৷ কোনওরকম বিরোধী মতের তোয়াক্কা না করে এবং সংসদে কোনওরকম বিতর্কের সুযোগ না দিয়েই ২২ জুলাই অস্বাভাবিক দ্রুততায় এই সংশোধনীটি পাশ করানো হল৷ কেন্দ্রের ও রাজ্যের তথ্য কমিশনারদের নিয়োগ এমনকি তাদের বেতন, অধিকার এবং চাকরির অন্যান্য শর্তও স্থির করার পূর্ণ অধিকার এই সংশোধনীর দ্বারা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হল৷ ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র’ বলে কথিত এই দেশ ভারতবর্ষের শাসক দল এইভাবে তথ্য জানার নাগরিক অধিকারকে পুরোপুরি নস্যাৎ করে দিল, সরকারের নানা অপকর্ম সম্পর্কে এতদিন সাধারণ মানুষ যেটুকু তথ্য ও পরিসংখ্যান জানতে পারত, তার সমাধি রচনা করা হল৷
এই স্বৈরাচারী সংশোধনীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানাতে গণতান্ত্রিক মনোভাবাপন্ন সমস্ত চিন্তাশীল মানুষকে আমরা দেশজুড়ে আন্দোলনে এগিয়ে আসার জন্য আবেদন করছি৷