ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত লাভজনক ওষুধ কারখানা বেঙ্গল কেমিক্যালস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷ এই চূড়ান্ত শ্রমিকস্বার্থ বিরোধী ও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এ আই ইউ টি ইউ সি–র নেতৃত্বে শ্রমিক–কর্মচারীরা ২৫ জুলাই রাজভবনের নর্থ গেটে বিক্ষোভ দেখান৷ বেঙ্গল কেমিক্যালস কারখানার গেটেও শ্রমিকদের বিক্ষোভ হয়৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে রাজ্যপালের মাধ্যমে প্রতিবাদপত্র জমা দেওয়া হয়৷
বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠিত লাভজনক এই সংস্থা বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারের সাথে সাথে পাবলিক সেক্টর ইউনিটগুলি ও অর্ডন্যান্স ফ্যাক্টরি বিলগ্নিকরণের প্রচেষ্টা বন্ধ করার দাবি জানানো হয়েছে৷ সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য আহ্বান জানান, মাল্টিন্যাশনাল কর্পোরেট হাউসের লাভের স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে জনগণের টাকায় গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে বেচে দিচ্ছে, একমাত্র লাগাতার যুক্ত শ্রমিক আন্দোলনই পারে তাকে প্রতিহত করতে৷ শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ হস্তক্ষেপ করে এবং রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য সহ ৪০ জন আন্দোলনকারী গ্রেপ্তার করে নিয়ে যায়৷