Breaking News

রাজনৈতিক সংঘর্ষে ভাটপাড়ায় বন্ধ চটকল অবিলম্বে খোলার দাবি এ আই ইউ টি ইউ সি–র

এ আই ইউ টি ইউ সি–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য ভাটপাড়া–কাঁকিনাড়ার উত্তপ্ত অশান্ত পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া চটকলগুলি পুনরায় চালু করার দাবি জানালেন শ্রমমন্ত্রীর কাছে৷ ২৪ জুন পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী এবং অ্যাডিশনাল লেবার কমিশনারের উপস্থিতিতে ব্যারাকপুরে শ্রমিক প্রতিনিধিদের সভায় তিনি বলেন, ভাটপাড়া–কাঁকিনাড়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ নির্বাচনোত্তর পরিস্থিতিতে দু’টি রাজনৈতিক দলের এলাকা দখল এবং গদি দখলের রাজনীতির জন্য তা ভয়ঙ্কর রূপ নিয়েছে৷ খুন, দাঙ্গা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বোমা–গুলির লড়াইয়ে বহু শ্রমিক আজ ঘরছাড়া৷ ব্যবসা–বাণিজ্য–বাজ বন্ধ, স্কুল বন্ধ৷ আতঙ্কিত শ্রমিকদের ফিরিয়ে এনে কল–কারখানায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে ওই দু’টি রাজনৈতিক দলের নেতাদের সদিচ্ছা এবং বোধোদয় হওয়া দরকার৷ এর সাথে প্রয়োজন প্রশাসনের নিরপেক্ষ উদ্যোগ৷ তিনি স্মরণ করিয়ে দেন ১০০ বছরের পুরনো এই চটকল অধ্যুষিত শিল্পাঞ্চলে জাত–পাত–ধর্ম–বর্ণ নির্বিশেষে শ্রমিকরা একসাথে বসবাস করছে, ঐক্যবদ্ধ ভাবে কারখানায় কাজ করছে৷ এই শিল্পাঞ্চল যেন ‘ছোট ভারতবর্ষ’– ভারতের একটি প্রতিরূপ৷ কিন্তু ঘৃণ্য রাজনৈতিক উস্কানি এবং মদতে আজ ঐক্য ও সম্প্রীতি নষ্ট হয়েছে৷ ফলে সমস্ত ট্রেড ইউনিয়ন এবং দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মিছিল, সভা ইত্যাদির উদ্যোগ নিতে হবে৷ সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ করতে হবে৷

কমরেড দিলীপ ভট্টাচার্যের এই প্রস্তাব উপস্থিত সমস্ত শ্রমিক প্রতিনিধিরা সমর্থন করেন৷ শ্রমমন্ত্রী বলেন, এই প্রস্তাব তিনি প্রশাসনের কাছে পৌঁছে দেবেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৬ সংখ্যা)

About Ganadabi

Check Also

রেল দুর্ঘটনাঃ কর্মীর ঘাড়ে দোষ চাপিয়ে ব্যর্থতাকে আড়ালের চেষ্টা

বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় তিনশো যাত্রীর মৃত্যুর দুঃসহ স্মৃতি মুছতে না মুছতেই শিলিগুড়ির …