মজফফরপুরে শিশুমৃত্যুর প্রতিবাদে রাজ্যে রাজ্যে বিক্ষোভ

মুজফফরপুর, বিহার

মজফফরপুর এবং তৎসংলগ্ন জেলাগুলিতে দেড়শতাধিক শিশুর মৃত্যু তথা হাসপাতালগুলির অব্যবস্থার প্রতিবাদে এস ইউ সি আই (সি)–র মজফফরপুর জেলা কমিটির উদ্যোগে ১৮ জুন বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ হাসপাতালগুলির পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক,   আই সি ইউ, বেড, ওষুধ, রোগ নির্ণয়ের ল্যাবরেটরি এবং মৃতদের পরিবারকে দশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়৷ বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন দলের বিহার রাজ্য কমিটির সদস্য কমরেড সাধনা সিং, জেলা সম্পাদক কমরেড অর্জুন কুমার প্রমুখ৷

বিহারের মুজফফরপুরে শিশুমৃত্যুর প্রতিবাদে ২০ জুন দিল্লর যন্তরমন্তরে এম এস এস, ডি ওয়াই ও এবং ডি এস ও -র বিক্ষোভ।

 

বিহারের মুজফফরপুরে শিশুমৃত্যুর প্রতিবাদে ২৩ জুন পূর্ব মেদিনীপুরের মেছেদায় কমসোমল এর বিক্ষোভ

(গণদাবী : ৭১ বর্ষ ৪৬ সংখ্যা)