বিধানসভা উপনির্বাচনের দিন থেকে শুরু করে এক মাসেরও বেশি সময় ধরে ভাটপাড়া শহরে বিজেপি ও তৃণমূলের যে এলাকা দখলের লড়াই চলছে, তাতে এই কর্মব্যস্ত শিল্পাঞ্চলের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে৷ পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে থানার নাকের ডগাতেই দিনের পর দিন বোমাবাজি, গুলির লড়াই, শ্রমিক বস্তিগুলোতে ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগ চলছে৷ ইতিমধ্যে বোমা ও গুলিতে উভয়পক্ষের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ সর্বস্ব খুইয়ে এবং প্রাণভয়ে অসংখ্য দরিদ্র শ্রমিক সপরিবারে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন৷ বাজার, দোকান, বাস, অটো, টোটো দিনের পর দিন বন্ধ বা খুবই কম চলছে৷ অনেক স্কুল কর্তৃপক্ষ অনির্দিষ্ট কাল স্কুল বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন৷ লাগোয়া কাঁকিনাড়া রেল স্টেশনে ছাত্রছাত্রী, মহিলা সহ আতঙ্কগ্রস্ত নিত্যযাত্রীরা প্রতিনিয়ত প্রাণ হাতে করে যাতায়াত করছেন৷
এই হিংসাত্মক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবিতে ২২ জুন এস ইউ সি আই (সি)–র ভাটপাড়া–জগদ্দল লোকাল কমিটির পক্ষ থেকে ভাটপাড়া থানায় ডেপুটেশন দেওয়া হয়৷ স্মারকলিপিতে দাবি করা হয়, সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে এবং বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করে এলাকার শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং জনজীবনকে স্বাভাবিক করে তুলতে হবে৷ দলের জেলা কমিটির সদস্য কমরেডস অমল সেন, প্রদীপ চৌধুরী, প্রবীণ পার্টি সদস্য কমরেড অজিত কুণ্ডু, লোকাল সম্পাদক কমরেড পার্থ ভট্টাচার্য, মহিলা সংগঠনের নেত্রী কমরেড রত্না দত্ত প্রমুখ ডেপুটেশনে উপস্থিত ছিলেন৷