শিশু মৃত্যুর মিছিল — খাদ্যাভাব থেকে অপুষ্টিই দায়ী

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ জুন এক বিবৃতিতে বলেন, বিহারে এনসেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ১৫০ এর বেশি শিশুর মৃত্যুর অত্যন্ত মর্মান্তিক ঘটনায় আমরা গভীর মর্মাহত৷ এত শিশুর মৃত্যুর জন্য প্রধানত দায়ী খাদ্যাভাবজনিত মারাত্মক অপুষ্টি৷ এই মৃত্যু এখনও ঘটেই চলেছে৷ এত শিশুর এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি এবং বিহার রাজ্য সরকারের চূড়ান্ত অপরাধমূলক উদাসীনতা৷ দুই সরকার নির্বাচনী সাফল্যের উৎসব উদযাপনে এতই ব্যস্ত যে, শিশুদের জীবন রক্ষার জন্য তৎপর হওয়ার সময় পায়নি তারা৷ আমরা মনে করি, এ হল মানবতার বিরুদ্ধে জনঘন্যতম অপরাধ৷ জুন মাসের শুরু থেকেই বিহারের ১৬টি জেলায় এই মস্তিস্কের জ্বর ছড়িয়ে পড়ে৷ ৬০০–এর বেশি শিশু এতে আক্রান্ত এবং তা আরও ছড়াচ্ছে৷

কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে আমরা দাবি করছি, এই রোগের প্রসার রোধ এবং চিকিৎসার কাজকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে৷ প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সরবরাহ  এবং পর্যাপ্ত সংখ্যায় ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী নিয়োগ করে অতি দ্রুত রোগ মোকাবিলার ব্যবস্থা নিতে হবে৷ প্রয়োজনে এ কাজে অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থাগুলির সাহায্য নিতে হবে৷ এই রোগে মৃত্যুর কারণ যে অপুষ্টি তা দূর করার জন্য সরকারকে তৎপর হতে হবে৷ আমরা আরও দাবি করছি, উপযুক্ত তদন্ত করে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে চিহ্ণিত করে কঠিন শাস্তি দিতে হবে৷

শিশুমৃত্যু সর্বদাই হৃদয়বিদারক৷ শত শোক এবং মর্মবেদনাতেও তাদের জীবন ফিরিয়ে দেওয়া যাবে না৷ কোনও কিছু দিয়েই এ ক্ষতি পূরণ করা যায় না৷ আমরা দাবি করছি, সরকার তার দায় স্বীকার করে প্রতিটি শোকগ্রস্ত পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিক৷

২৪ জুন আমাদের দল সারা দেশ জুড়ে এই দাবিতে প্রতিবাদ দিবস পালন করবে এবং সমস্ত রাজ্যের রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবি তুলবে৷ জনগণের কাছে আমাদের আবেদন এই প্রতিবাদে সামিল হোন, যাতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বাধ্য করা যায়৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৬ সংখ্যা)