এস ইউ সি আই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য এ রাজ্যে গদি দখলের লড়াইয়ে যেভাবে খুনোখুনি চলছে, তার নিন্দা করে ২৩ জুন এক বিবৃতিতে বলেন,
পশ্চিমবঙ্গে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে যে কোনও মূল্যে মন্ত্রীত্ব দখলে ব্যগ্র, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও মন্ত্রীত্ব রক্ষায় মরিয়া৷ দু’পক্ষেরই মনোভাব হচ্ছে, এই সংঘর্ষে যত রক্ত ঝরে ঝরুক, যত প্রাণ যায় যাক৷ এই খুনোখুনির রাজনীতি গত ’৭২ সালে কংগ্রেস শাসনে শুরু হয়েছিল৷ পরে সিপিএম শাসনে তা ব্যাপক আকার নিয়েছিল, আর সম্প্রতি তা চরম রূপ নিয়েছে৷ খুনোখুনির রাজনীতিতে পশ্চিমবঙ্গ এখন দেশের মধ্যে শীর্ষস্থানে গেছে৷ আমরা ইতিপূর্বে বিজেপি ও তৃণমূল উভয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলাম, যাতে তারা এ কাজ থেকে বিরত হন৷ কিন্তু এটা পরিষ্কার, তারা কিছুতেই গদি দখলের লড়াইয়ে খুনোখুনি ছাড়বেন না৷ আমরা রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকবৃন্দের এবং সর্বস্তরের জনগণের কাছে আবেদন জানাচ্ছি– যাতে তাঁরা এই সংঘটিত হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন৷ দুই দলের সাধারণ কর্মী ও সমর্থকদের কাছে আমাদের আবেদন, তাঁরা তাঁদের নেতৃত্বকে এই খুনোখুনির পথ পরিত্যাগ করতে বাধ্য করুন৷