উরুগুয়ের ‘মন্টেভিডিও গ্যাস’–এর আন্দোলনরত শ্রমিক–কর্মচারীদের প্রতি সমর্থনের বার্তা দিতে ২২ মে সেখানকার জাতীয় শ্রমিক সংগঠন ‘পিআইটি–সিএনটি’–র ডাকে ধর্মঘটে সামিল হলেন হাজার হাজার মেহনতি মানুষ৷
মন্টেভিডিও গ্যাসের মালিকানা রয়েছে ব্রাজিলের সরকারি তেল ও গ্যাস বন্টন কোম্পানি পেট্রোব্রাসের হাতে৷ ২০০৪ সাল থেকে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও সহ অন্যান্য রাজ্যে প্রাকৃতিক গ্যাস, পরিশোধিত গ্যাস ও এলপিজি সরবরাহ করে আসছে এই সংস্থা৷ গত ২৬ এপ্রিল পেট্রোব্রাস ঘোষণা করে, গ্যাস সরবরাহ স্টেশনগুলি বন্ধ করে দিয়ে উরুগুয়ে থেকে বিদায় নেবে তারা৷ কোম্পানি আরও জানায় বেকার শ্রমিকদের দেয় ভাতা বন্ধ করে দেওয়ার পাশাপাশি খুব শিগগিরই তারা প্রায় ৪০ জন কর্মচারীকে ছাঁটাই করবে৷
বেশ কিছুদিন ধরেই উরুগুয়ে থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ছক কষছে পেট্রোব্রাস৷ এই উদ্দেশ্যে একটু একটু করে মন্টেভিডিও গ্যাসের পরিষেবার মান নামিয়ে আনছিল তারা৷ সংস্থার নানা বিভাগ বিক্রিও করে দিচ্ছিল পুঁজিমালিকদের কাছে৷ ৯ মে ছাঁটাই হন ৭ জন কর্মচারী৷ অচিরেই কোম্পানি দরজা বন্ধ করবে বুঝে আন্দোলনে নামেন মন্টেভিডিও গ্যাসের শ্রমিক–কর্মচারীরা৷ ৩০ এপ্রিল ধর্মঘট ডাকেন তাঁরা৷ পাশাপাশি সেদিন থেকেই অনির্দিষ্টকালীন অনশন শুরু করেন৷
আন্দোলনরত শ্রমিক–কর্মচারীদের প্রতি সংহতি জানাতে ২২ মে ধর্মঘটের দিন রাজধানী মন্টেভিডিও–তে রাস্তায় নামেন হাজার হাজার শ্রমিক কর্মচারী৷ পেট্রোব্রাসের বিরুদ্ধে সরকারি পদক্ষেপের দাবি তোলেন তাঁরা৷ ‘ধর্মঘট কর্মনাশা’ এমন কোনও প্রচার উরুগুয়েতে হচ্ছে বলে শোনা যায়নি৷