সরকারি স্কুলে ছাত্রসংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করল এস ইউ সি আই (সি)

সরকার পোষিত স্কুলে পডুয়ার সংখ্যা ভীষণভাবে কমে যাওয়া প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য গভীর উদ্বেগ প্রকাশ করে ৩ জুন এক প্রেস বিবৃতিতে বলেন,

সরকার পোষিত স্কুলে ছাত্রছাত্রীদের আগ্রহ কমে যাওয়ার কারণ (১) প্রাথমিকে প্রথম শ্রেণি থেকে পাশ ফেল না থাকা, (২) এই ধরনের স্কুলগুলিতে পরিকাঠামোর শোচনীয় দশা, (৩) পঠন–পাঠনের পরিবেশের অভাব৷ তাছাড়া দারিদ্রের কারণে বহু অভিভাবকরা সন্তান–সন্ততিকে স্কুলে না পাঠিয়ে কোনও উপার্জনের কাজে পাঠাতে বাধ্য হচ্ছেন৷ পাশ–ফেল তুলে দেওয়ার সময় সরকার যুক্তি দিয়েছিল, পাশ ফেল থাকার জন্যই নাকি স্কুলছুট হচ্ছে৷ সে যুক্তি যে কত ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক তা এই ঘটনা থেকে আরও একবার প্রমাণিত হল৷

আমরা অবিলম্বে প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু ও স্কুলের পরিকাঠামো সুনিশ্চিত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করছি৷ সাথে সাথে রাজ্যে শিক্ষার মানের যে দ্রুত অবনমন ঘটছে, বিভিন্ন সমীক্ষা থেকে যা জানা যাচ্ছে, তার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৩ সংখ্যা)