চিটফান্ড সমস্যা সমাধানের উপায় খুঁজতে সিঙ্গুরের রতনপুর কোলে পাড়ার মোড়ে ৭ এপ্রিল সারাদিন ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ বিষয়–চিটফান্ড সমস্যা সমাধানের পথ৷ ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও পথিকৃৎ সংগঠনের অন্যতম সদস্য সুদীপ্ত দাশগুপ্ত, চিটফান্ড ব্যবসার উৎপত্তি, বিস্তার সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে পরিষ্কার ভাবে তুলে ধরে দেখান যে ক্ষতিগ্রস্ত আমানতকারী ও এজেন্টদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই সমস্যা থেকে মুক্তির কোনও পথ নেই৷
সঙ্গীত শিল্পী অসীম গিরি বলেন, সিঙ্গুরের জমি রক্ষার আন্দোলনে আমি ছিলাম, এই সরকার তখন ক্ষমতায় আসেনি৷ জিততে হলে আপানাদের একটা কাজ করতে হবে, আপনাদের ছেলে–মেয়ে–স্ত্রী সকলকে নিয়ে আন্দোলনে রাস্তায় নামতে হবে৷ আপনারা জিতবেন৷ শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের অন্যতম সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তীও আন্দোলনের পথেই এই সমস্যা সমাধানের দিশা দেখিয়েছেন৷ এ ছাড়াও বক্তব্য রাখেন, অল বেঙ্গল চিটফান্ড সাফারারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রূপম চৌধুরী, জেলা সভাপতি মহাদেব কোলে, সম্পাদিকা অমিতা বাগ, প্রফুল্ল মান্না প্রমুখ৷