দলের কিশোর বাহিনী কমসোমলের নদিয়া জেলা শিবির অনুষ্ঠিত হয় ২৩–২৪ মার্চ বারুইপাড়ার ‘শহিদ আব্দুল ওদুদ স্মৃতি ভবনে’৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক শিশু–কিশোর শিবিরে অংশগ্রহণ করে৷
শিবির পরিচালনা করেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড মহিউদ্দিন মান্নান৷ উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড বাতশোভা বেগম, জেলা কমসোমলের ইনচার্জ কমরেড মাসুদ আলম মল্লিক৷ রক্তপতাকা উত্তোলন এবং শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শিবির শুরু হয়৷
কমসোমলের রাজ্য ইনচার্জ কমরেড সপ্তর্ষী রায় চৌধুরী শহিদ–ই–আজম ভগৎ সিং স্মরণ দিবসের তাৎপর্য এবং এই মহান বিপ্লবীর জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা করেন৷ খেলাধূলা–পিটি–প্যারেড, নাচ–গান–আবৃত্তি এবং চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে৷ ১৩ জনের জেলা কমসোমল প্রস্তুতি কমিটি গঠনের মধ্য দিয়ে শিবির শেষ হয়৷