বিজেপি প্রচার করছে নরেন্দ্র মোদির হাতেই নাকি দেশ নিরাপদ সত্যিই? দেশ বলতে যদি দেশের মানুষ বোঝায় তা হলে তারা কি মোদির শাসনে সত্যিই নিরাপদ?
মানুষের সবচেয়ে বড় নিরাপত্তা হল খাদ্য নিরাপত্তা৷ এ দেশের প্রায় ২৬ কোটি মানুষ খালিপেটে না হলে আধপেটা খেয়ে ঘুমোতে যায়৷ বিজেপি–কংগ্রেসের ৭০ বছরের শাসন দেশের মানুষকে দুবেলা ভরপেট খাওয়ার নিরাপত্তাটুকুও দিতে পারেনি৷ খাদ্য নিরাপত্তার কথা যতটুকু আছে তা আইনের বইয়ে, বাস্তবে নেই৷ দেশে খাদ্যশস্যের উৎপাদন প্রয়োজনের তুলনায় অনেক বেশি হলেও সেই খাদ্য নিয়ে দেশের একচেটিয়া খাদ্যপণ্যের ব্যবসায়ীদের অবাধ মুনাফা করার সুযোগ করে দেওয়ায় তা আর সাধারণ মানুষের পেট ভরানোর জন্য জোটে না৷ কংগ্রেস সরকারের মতো বিজেপি সরকারও পুঁজিপতি শ্রেণির সামগ্রিক স্বার্থ রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ন্যূনতম স্বার্থটুকুকেও তাদের পায়ে বিসর্জন দিয়েছে৷
জনগণের জন্য নেই স্বাস্থ্যের কোনও নিরাপত্তা৷ সরকারি হাসপাতালে চিকিৎসার বেহাল অবস্থা, মুনাফা ভিত্তিক বেসরকারি চিকিৎসা ব্যবস্থার রমরমা, ওষুধপত্রের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি, পরীক্ষা–নিরীক্ষার বিপুল খরচ বহন করতে গিয়ে অর্থনৈতিক নিরাপত্তা ভেঙে পড়ছে বহু পরিবারে৷ তথ্য বলছে ভারতে ৩৫ শতাংশ মানুষ চিকিৎসা করতে গিয়ে প্রতিবছর দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছেন৷
নেই কাজের নিরাপত্তা৷ ভোটের পর ভোট হচ্ছে, সরকারের পর সরকার গঠন হচ্ছে, কোটি কোটি বেকারকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু সংসদীয় কোনও দলের ইস্তাহারেই কাজের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে তার কোনও দিশা নেই৷ বিজেপি রাজত্বে বেকারি অতীতের সমস্ত রের্কডকে ছাড়িয়ে গেছে৷ জনগণের প্রয়োজন মেটানোর পরিবর্তে মালিকদের মুনাফাই উৎপাদনের একমাত্র লক্ষ্য হওয়ায় বিশ্বের কোনও পুঁজিবাদী দেশেই কাজের নিরাপত্তা নেই, যা দিতে পেরেছিল একমাত্র সমাজতান্ত্রিক দেশগুলি৷
দেশে মহিলাদের কোনও নিরাপত্তা নেই৷ যত দিন যাচ্ছে মহিলাদের ওপর সমস্ত রকম আক্রমণ বাড়ছে৷ যে দুর্বৃত্তরা–সমাজবির্ নারীধর্ষণ, অপহরণ–পাচার করে নারীজীবনকে তছনছ করে দিচ্ছে, তারা এই ভোটের মরশুমে শাসকদলগুলির ছত্রছায়ায়৷ এরাই লক্ষ লক্ষ ভোটে লিড দেওয়ার মস্তবড় হাতিয়ার৷ তা ছাড়া বিজেপির যে দর্শন, তাতে নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়ার কথা কোথাও নেই৷ বরং তাকে অন্তঃপুরে বন্দি রাখাই তাদের দর্শন৷
দেশের জনগণেরই মানুষ হিসাবে মর্যাদা নিয়ে বাঁচার নিরাপত্তা যদি কোথাও না থাকে তবে দেশের নিরাপত্তা বলতে বিজেপি নেতারা কী বোঝাচ্ছেন? দেশ মানে কি দেশের মাটি? নাকি দেশ মানে দেশের জনগণ? বিজেপি নেতারা দেশ মানে মাটিই বোঝেন, মানুষ নয়!