Breaking News

মোটরভ্যান শ্রমিকদের শিক্ষাশিবির

২৬ ফেব্রুয়ারি শ্যামনগরের ভারতচন্দ্র গ্রন্থাগারে আয়োজিত হয় উত্তর ২৪ পরগণা ও নদিয়া জেলার অগ্রণী মোটরভ্যান চালকদের শিক্ষাশিবির৷ পরিচালনা করেন এ আই ইউ টি ইউ সি–র রাজ্য সভাপতি কমরেড এ এল গুপ্তা ৷ সভাপতিত্ব করেন সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস৷ মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের ‘শ্রমিক আন্দোলনের সমস্যা প্রসঙ্গে’ পুস্তিকার কিছু অংশ পাঠ করার পর প্রশ্ন–উত্তর পর্ব চলে৷ ১১ জন শ্রমিক আলোচনায় অংশ নেন৷ বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড সুজিত ভট্টশালী৷ স্বনিযুক্তি পেশায় থেকেও চালকরা কী রূপে শ্রেণি–শোষণের শিকার এবং এর হাত থেকে মুক্তির জন্য অর্থনৈতিক দাবি দাওয়া নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি অন্যান্য শ্রমজীবীদের সাথে একাত্ম হয়ে সমাজের আমূল পরিবর্তনের সংগ্রামে কেমন ভাবে নিজেদের নিয়োজিত করা দরকার, সে বিষয়ে আলোকপাত করেন তিনি৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩০ সংখ্যা)