দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে যোগেন্দ্রপুর হাইস্কুল কর্তৃপক্ষ পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তি ফি হিসাবে ৪০০–৪৫০ টাকা আদায় করে৷ প্রতিবাদে এআইডিএসও এবং ছাত্র–ভিভাবক কমিটির নেতৃত্বে পাঁচশোরও বেশি ছাত্র–ভিভাবক ৪ ফেব্রুয়ারি শিক্ষকদের ঘেরাও করে রাখেন৷ আন্দোলনের চাপে প্রধান শিক্ষক ঘোষণা করেন, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বাড়তি ফি ফেরৎ দেওয়া হবে৷ আন্দোলনের এই জয় এলাকার মানুষের মধ্যে প্রবল উৎসাহ সৃষ্টি করে৷ ডিএসও এবং ছাত্র–ভিভাবক কমিটির পক্ষ থেকে যথাক্রমে জেলা কমিটির সদস্য বাবলু মণ্ডল ও সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা প্রতিবাদী ছাত্র ও অভিভাবকদের অভিনন্দন জানান৷