ডেন্টাল কলেজে ডিএসও–র দাবি আদায়

ডেন্টাল কলেজে রেজাল্ট কেলেঙ্কারি ডিএসও–র আন্দোলনে দাবি আদায়

অল ইন্ডিয়া ডি এস ও–র আন্দোলনের চাপে ২১ ডিসেম্বর মাঝরাতে চার মাসের টালবাহানার পর তড়িঘড়ি বি ডি এস–এর তিনটি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যা অসম্পূর্ণ ও অস্বচ্ছ৷ স্বাস্থ্য বিদ্যালয়ের এই চূড়ান্ত গাফিলতি ও অব্যবস্থায় ছাত্রছাত্রীরা যারপরনাই ক্ষুব্ধ, বিস্মিত ও উদ্বিগ্ন৷ অবিলম্বে নির্ভুল ও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ, আকাশছোঁয়া রিভিউ ফি প্রত্যাহার, টি সি এস–এর মতো বেসরকারি সংস্থাকে দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ ও ফল প্রকাশ করিয়ে চূড়ান্ত অচলাবস্থা সৃষ্টির প্রতিবাদে ছাত্রছাত্রীদের স্বাক্ষর সংবলিত দাবিপত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷

উপাচার্য ছাত্রছাত্রীদের সাথে দেখা করেননি৷ রেজিস্ট্রার ও সহ–উপাচার্য প্রতিশ্রুতি দিয়েছেন, ২৪ ঘন্টার মধ্যে নতুন করে বি ডি এস–এর ফল প্রকাশ করা হবে৷ আগামী সাত দিনের মধ্যে মার্কশিট প্রকাশিত হবে এবং রিভিউ ফি (প্রতি পেপারে ২৫০০০ টাকা) প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ এ আই ডি এস ও–র রাজ্য সভাপতি ডাঃ মৃদুল সরকার বলেছেন, ‘‘এই জয় ছাত্র আন্দোলনের জয়, আমরা সমস্ত ছাত্রছাত্রীদের সংগ্রামী অভিনন্দন জানাই৷ তার সাথে এও জানাই যে কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি যদি পালিত না হয়, তা হলে আরও বৃহত্তর ছাত্র–আন্দোলন গড়ে তোলা হবে৷’’

(গণদাবী : ৭১ বর্ষ ২০ সংখ্যা)