আমেদাবাদে শিশুমৃত্যু : বিক্ষোভ

 

 

নরেন্দ্র মোদির ‘গুজরাট মডেলের’ ধাক্কায় চিকিৎসার সুযোগ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে৷ টাকা যার চিকিৎসা তার–এই হল গুজরাট সরকারের নীতি৷ এর ফলে সরকারি হাসপাতালগুলির পরিষেবা মারাত্মকভাবে ভেঙে পড়েছে৷ আমেদাবাদ সিভিল হাসপাতালে শিশুদের প্রায় মড়ক লেগেছে৷ প্রতিদিন নানা জায়গা থেকে রেফার হয়ে আসা প্রচুর শিশু এই হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছে৷ এই  শিশুমৃত্যুর  তদন্ত ও  যথাযথ  ব্যবস্থা  গ্রহণের  দাবিতে  এস ইউ সি আই (সি) ৩০ অক্টোবর ব্যাপক বিক্ষোভ দেখায়৷