প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, স্কুল কলেজে শিক্ষক নিয়োগ, বর্ধিত ফি প্রত্যাহার, সর্বত্র ১০০ দিনের কাজ চালু রাখা, স্বাস্থ্য পরিষেবার উন্নতি ও জেলা–মহকুমা হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, পেট্রোপণ্যের ওপর রাজ্যের বিজেপি সরকার আরোপিত ট্যাক্স ও সেস প্রত্যাহার, রেশনে চিনি সরবরাহ ও চালের বরাদ্দ বাড়ানো, নারী নির্যাতন, খুন ও ধর্ষণ প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ সহ নানা দাবিতে ২৯ সেপ্টেম্বর আগরতলায় রাজবাড়ির উত্তর গেটে এস ইউ সি আই (সি)–র পক্ষ থেকে গণবস্থান কর্মসূচি পালিত হয়৷ অবস্থানে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক কমরেড অরুণ ভৌমিক এবং কমরেডস শিবানী দাস, সুব্রত চক্রবর্তী, সঞ্জয় চৌধুরী প্রমুখ৷
(৭১ বর্ষ ১২ সংখ্যা ২ – ৮ নভেম্বর, ২০১৮)