অবিলম্বে প্রথম শ্রেণি থেকেই পাশফেল চালুর দাবিতে ২১ জুলাই মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিক সংঘের হলে শিক্ষা কনভেনশন হয় এবং অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির গোরাবাজার শাখা কমিটি গঠিত হয়৷
কনভেনশনে মূল প্রস্তাব উত্থাপন করেন অধ্যাপক সরিফুদ্দিন৷ সমর্থন করেন বিশিষ্ট শিক্ষক হাসিবুর রহমান, কৃষ্ণনাথ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কামাক্ষ্যাপ্রসাদ গুহ গভীর আকুতি নিয়ে বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে এবং অবিলম্বে পাশফেল চালুর পক্ষে মত প্রকাশ করেন৷ এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক বাসুদেব চ্যাটার্জী, অধ্যাপক মিজানুর হক, সাংবাদিক চন্দ্রপ্রকাশ সরকার প্রমুখ৷
সেভ এডুকেশন কমিটির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিশিষ্ট শিক্ষক নেতা তপন সামন্ত আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখদের দৃষ্টান্ত তুলে শিক্ষা আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ শেষে শিক্ষক রাজীব মণ্ডলকে সম্পাদক এবং মেহেবুব আলমকে সভাপতি করে ৩০ জনের কমিটি গঠিত হয়৷
(৭১ বর্ষ ২ সংখ্যা ১০ আগস্ট, ২০১৮)