৫০ শতাংশ কমিয়ে বিদ্যুৎ মাশুল ঘোষণার দাবিতে ৪ জুলাই অ্যাবেকার ডাকে বিদ্যুৎ গ্রাহকরা সল্টলেকে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন অফিসে বিক্ষোভ দেখান৷
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাবেকার রাজ্য সহ সভাপতি অনুকূল ভদ্র৷ সভায় দিব্যেন্দু মুখার্জী, চন্দন চক্রবর্তী, সুশান্ত পাত্র সহ বিভিন্ন বক্তা বলেন, কয়লার দাম ৪০ শতাংশ কমেছে, জি এস টি চালু হওয়ায় কয়লার উপর ট্যাক্স কমেছে ৭ শতাংশ এবং কোম্পানিগুলির কারিগরি ও বাণিজ্যিক ক্ষতিও কমেছে৷ এর ফলে কোম্পানিগুলির মোট সাশ্রয় হয়েছে ৮, ৫৩৯.১৪ কোটি টাকা৷ তাহলে মাশুল কমাতে কেন এত টালবাহানা?
১০ জুলাই প্রতিবাদ দিবস |
অ্যাবেকার রাজ্য সম্পাদক প্রদ্যোৎ চৌধুরীর নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল চেয়ারম্যানের কাছে প্রশ্ন রাখে ২০১৬–’১৭, ২০১৭–’১৮ সালের কয়লার দাম কমা, জিএসটিতে ট্যাক্স কমা ও কারিগরি এবং বাণিজ্যিক ক্ষতি কমার কারণে সাশ্রয় হওয়া ওই ৮, ৫৩৯.১৪ কোটি টাকা কোথায় গেল? কেন মাশুল কমিয়ে এই টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হল না? বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমানোর দাবিতে অ্যাবেকা পথে নেমেছে৷
(৭০ বর্ষ ৪৭ সংখ্যা ১৩ জুলাই, ২০১৮)