Breaking News

প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেলের দাবিতে ত্রিপুরায় সেভ এডুকেশন কমিটির স্মারকলিপি

প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল প্রথা চালু করার দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা রাজ্য শাখা ১৫ জুন রাজ্যের শিক্ষাবিভাগের এলিমেন্টারি এডুকেশনের যুগ্ম শিক্ষা অধিকর্তার নিকট এক স্মারকলিপি প্রদান করে৷ কমিটির যুগ্ম আহ্বায়ক সুভাষকান্তি দাস ও সদস্য মিলন চক্রবর্তী, হরকিশোর ভৌমিক সহ ৭ সদস্যের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে গিয়ে অধিকর্তাকে বলেন, এ বছর ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় যে পাশের হার এত কমল তার অন্যতম কারণ পাশ–ফেল তুলে দিয়ে শিক্ষার মান নামিয়ে দেওয়া৷ আর কালহরণ না করে অবিলম্বে পাশ–ফেল চালু করার দাবি জানান তাঁরা৷

(৭০ বর্ষ ৪৫ সংখ্যা ২৯ জুন, ২০১৮)