Breaking News

ভোটে নিরাপত্তার দাবিতে শিক্ষকদের কনভেনশন, আন্দোলন চালাবার সিদ্ধান্ত

গত পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে রায়গঞ্জের রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের হত্যার সিবিআই তদন্ত, পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া কোনও ভোটকর্মীকে ভোটকেন্দ্রে না পাঠানোর দাবিতে ৭ জুন কলকাতার আশুতোষ মেমোরিয়াল হলে শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগীদের এক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মীরাতুন নাহার, অধ্যাপক তরুণকান্তি নস্কর, রহতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুর রহমান এবং নির্বাচনে অপর এক আক্রান্ত শিক্ষক মনিরুল ইসলাম সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক ব্যক্তি৷ ভোটকর্মীদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থার দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ গঠিত হয়৷ সভাপতি হন বিশ্বজিৎ মিত্র ও যুগ্ম সম্পাদক হন কিংকর অধিকারী ও ভাস্কর ভট্টাচার্য৷ কনভেনশনে উত্থাপিত দাবিগুলি নিয়ে নির্বাচন কমিশনারের অফিসে বিক্ষোভ কর্মসূচি গৃহীত হয়েছে৷

(৭০ বর্ষ ৪৩ সংখ্যা ১৫জুন, ২০১৮)