ঝাড়গ্রামে সরকারি কর্মচারী ইডনিয়নের বিক্ষোভ

পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইডনিয়ন ঝাড়গ্রাম জেলা ইডনিটের পক্ষ থেকে ৩১ মে প্রকল্প আধিকারিক, অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দপ্তর আধিকারিক তথা মহকুমা শাসকের নিকট স্থায়ীকরণ, ইডনিফর্ম, পরিচয়পত্র প্রদান সহ সাত দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়৷ ঝাড়গ্রাম জেলার অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন কেন্দ্রীয় হোস্টেল, আশ্রম হোস্টেল, আর জি টি এস থেকে কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন৷ স্থানীয় রবীন্দ্রকাননে জমায়েত হয়ে কর্মচারীরা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে আসেন৷ শশধর মল্লিক ও সাবিত্রী হাঁসদা সহ সাত জন প্রতিনিধি জেলা প্রকল্প আধিকারিক অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দপ্তর তথা মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করেন৷ তিনি প্রতিনিধিদের সাথে দাবিগুলি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন ও দ্রুত কার্যকরী করার আশ্বাস দেন৷ ইডনিয়নের সাধারণ সম্পাদক শুভাশিষ দাস উপস্থিত ছিলেন৷

রাজ্যের বিভিন্ন জেলায় এই ধরনের রাজ্য সরকার পরিচালিত আদিবাসী ছাত্র–ছাত্রীদের হোস্টেলগুলিতে কেয়ারটেকার কাম দারোয়ান, রাঁধুনি, সহায়িকা ও ঝাড়ুদার পর্যায়ের কর্মচারীরা কাজ করেন৷ দীর্ঘ আন্দোলনের পর রাজ্যে মাত্র ৭২ জন কর্মচারীকে স্থায়ীকরণ করা হলেও অধিকাংশ কর্মচারীই এখনও চরম অবহেলার শিকার৷ তারা মাত্র ৩০০০–৩৫০০ টাকায় কাজ করতে বাধ্য হচ্ছেন৷

একমাত্র পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী ইডনিয়নই এই ধরনের কর্মচারীদের নিয়ে জেলায় জেলায় আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ বিভিন্ন জেলার কর্মচারীদের নিয়ে আগামী জুন মাসে কলকাতায় কমিশনারের নিকট কেন্দ্রীয় হোস্টেল কর্মচারীদের দাবিগুলি পেশ করা হবে বলে ইডনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে৷

(৭০ বর্ষ ৪২ সংখ্যা ৭জুন, ২০১৮)