এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষাক্ষেত্রে সর্বনাশা পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়ে ৩০ এপ্রিল এক প্রেস বিবৃতিতে বলেন,
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নয়নের নামে আরএসএস প্রধান মোহন ভাগবতের সুপারিশ অনুযায়ী বিজেপি সরকারের যে নতুন শিক্ষানীতি গ্রহণের ঘোষণা করেছেন তার তীব্র নিন্দা করছি৷ তিনি ইঙ্গিত দিয়েছেন, এই শিক্ষানীতিতে বৈদিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রাচীন ভারতীয় শিক্ষা তুলে ধরতে ‘ভারত বোধ’ যুক্ত করা হবে৷ মন্ত্রীর এই ঘোষণাকে তৎক্ষণাৎ সমর্থন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ এটা সকলেই জানেন, বিজেপি, সংঘ পরিবার এবং তাদের সঙ্গীরা ভারতীয়ত্ব এবং ‘ভারত বোধ’–এর নামে শিক্ষার প্রতিটি স্তরের পাঠক্রমে অবৈজ্ঞানিক, অনৈতিহাসিক ও ধর্মীয় বিষয় যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা আমাদের দেশে রামমোহন, বিদ্যাসাগর, ফুলে, রবীন্দ্রনাথ এবং অন্যান্য রেনেশাঁর যুগের পথিকৃতেরা যে ধর্মনিরপেক্ষ এবং বৈজ্ঞানিক শিক্ষার জন্য লড়াই করেছিলেন তার সম্পূর্ণ বিরোধী৷ শ্রী জাভড়েকর শিক্ষার যে নকশার কথা বলেছেন তা যদি সফল হয় তবে আমাদের দেশকে মধ্যযুগীয় অন্ধকার চিন্তার সময়ে নিয়ে যাওয়া হবে৷ আমরা এই জঘন্য ফ্যাসিবাদী পরিকল্পনার তীব্র বিরোধিতা করছি এবং বিজেপি ও আরএসএসের এই চক্রান্তের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্র এবং শিক্ষাপ্রেমী জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি৷
(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)