এসইউসিআই(সি)–কে হারাতে তৃণমূল–সিপিএম জোট

দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলতলি ব্লক এসইউসিআই(সি)–র অন্যতম সংগঠিত এলাকা৷ এখানে ভাগচাষি আন্দোলন, বেনাম জমি উদ্ধার করে ভূমিহীন চাষিদের মধ্যে বণ্টনের আন্দোলন, গরিব–প্রান্তিক চাষি ও খেতমজুরদের উপর জমিদার–জোতদারের অত্যাচারের বিরুদ্ধে মর্যাদা নিয়ে বাঁচার আন্দোলন ইত্যাদির মধ্য দিয়ে এই অঞ্চলে এসইউসিআই(সি)–র শক্ত ভিত গড়ে উঠেছে৷ বহু প্রাণের বিনিময়ে গড়ে উঠেছে এই সংগঠন৷ সম্প্রতি এই ব্লকের মৈপীঠ–বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত সংবাদ মাধ্যমের কাছে আলোচ্য বিষয় হয়ে উঠেছে৷ কারণ এই গ্রাম পঞ্চায়েতে এসইউসিআই(সি)–কে হারাতে জোট বেঁধেছে প্রাক্তন ও বর্তমান শাসক দল৷

এসইউসিআই(সি)–র বিরুদ্ধে এখানে বরাবরই কায়েমী স্বার্থবাদীরা জোট বাঁধে৷ কখনও প্রকাশ্যে কখনও গোপনে৷ তবে এবারের জোটবন্ধন তারা নিজেরাই প্রচারের আলোয় এনে দিয়েছে যৌথ দেওয়াল লিখনের মধ্য দিয়ে৷ একই দেওয়ালে ঘাসফুল ও কাস্তে–হাতুড়ি–তারা৷ জোট বোঝাতে দেওয়ালে লেখা হয়েছে টিএমসি প্লাস সিপিআই (এম)৷

জোটের রসায়নটা কী? গত বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে অঞ্চলের ১৯টি বুথের মধ্যে এসইউসিআই(সি) এগিয়ে ১৫টিতে৷ চারটিতে সিপিএম৷ তৃণমূল ও সিপিএম জোট না করলে পরাজয় নিশ্চিত অনুমান করে তারা একে অপরের হাত ধরেছে৷ যদিও দুই দলের নেতারা ‘অত্যুৎসাহী’দের উপর পুরো দায় চাপিয়ে দিয়েছে৷ জোটও রয়েছে বহাল তবিয়তেই৷

শুধু কুলতলিতেই নয়, পূর্ব মেদিনীপুরের তমলুকেও এস ইউ সি আই (সি)–কে হারাতে এই ধরনের জোট দেখা যাচ্ছে৷ এখানে বল্লুক–১ গ্রাম পঞ্চায়েতে এস ইউ সি আই (সি)–কে  হারাতে তৃণমূল জোট বেঁধেছে কংগ্রেসের সাথে৷  বল্লুক–১ গ্রাম পঞ্চায়েতে পান চাষিদের দাবি থেকে শুরু করে এলাকার নানা দাবিতে আন্দোলন গড়ে তুলেছে এস ইউ সি আই (সি)৷ মদের প্রসারের বিরুদ্ধেও গড়ে তুলেছে আন্দোলন৷ ফলে এই এলাকায় এস ইউ সি আই (সি)–এর বিরুদ্ধে সব দলই এক৷ এস ইউ সি আই (সি)–র শক্তি যেখানেই বেশি সেখানেই তার বিরুদ্ধে সমস্ত বুর্জোয়া, পেটিবুর্জোয়া দলের এক হয়ে যাওয়া নতুন নয়৷ এস ইউ সি আই(সি) অবশ্য আস্থা রেখেছে সাধারণ মানুষের উপর৷

 

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)