Breaking News

চিকিৎসা স্বার্থবিরোধী এনএমসি বিলের বিরুদ্ধে কনভেনশন

অগণতান্ত্রিক ন্যাশনাল মেডিকেল কমিশন বিল সম্পূর্ণ বাতিলের দাবিতে এআইডিএসও–র ডাকে ১৯ এপ্রিল কলকাতায় বেঙ্গল টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশন হল–এ সারা বাংলা মেডিকেল এবং ডেন্টাল ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হয়৷ দেড় শতাধিক ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তার এই কনভেনশনে উপস্থিত ছিলেন৷ বক্তব্য রাখেন  মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য আন্দোলনের অন্যতম নেতা ডাঃ সুভাষ দাশগুপ্ত, প্রাক্তন সাংসদ ও স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ভূতপূর্ব সদস্য ডাঃ তরুণ মণ্ডল, এন আর এস মেডিকেল কলেজের গাইনোকলোজি বিভাগের অধ্যাপক ডাঃ প্রদীপ ব্যানার্জী, কে পি সি মেডিকেল কলেজের শিশু–শল্য বিভাগের অধ্যাপক ডাঃ পার্থপ্রতীক মুখার্জী, এআইডিএসও–র রাজ্য সহ–সভাপতি ডাঃ বিপ্লব চন্দ্র প্রমুখ৷ সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ মৃদুল সরকার৷ এনএমসি বিল বিরোধী আন্দোলন আরও তীব্রতর করার লক্ষ্যে গঠিত হয় সারা বাংলা অ্যান্টি এন এম সি কমিটি৷ ডাঃ কবিউল হক ও সৌম্যদীপ রায়কে আহ্বায়ক করে ৪৮ জনের কমিটি গঠিত হয়েছে৷

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)