এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস ১৬ মে সুপ্রিম কোর্টের দেওয়া ডিএ সংক্রান্ত রায় প্রসঙ্গে বলেন, অনেক বছর ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক সহ ডিএপ্রাপ্ত কর্মীরা আন্দোলন করছেন তাঁদের এআইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএ পাওয়ার জন্য। এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে বহু দিন যাবত। তারিখের পর তারিখ পরিবর্তন করে, মামলা ঝুলিয়ে রাখার পর আজ যে অন্তর্বর্তীকালীন রায় দেওয়া হয়েছে, তাতে কর্মীদের প্রাপ্য সমস্ত ডিএ দেওয়ার কথা না বলা হলেও, বকেয়া ২৫ শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এ কথা আরও একবার প্রমাণিত হল যে, ডিএ কর্মচারীদের ন্যায়সঙ্গত ও আইনসঙ্গত অধিকার। এটা কারও দয়ার দান নয়। তিনি বলেন, অবিলম্বে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের রায় মেনে ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে, রাজ্য সরকারকে বকেয়া ৩৭ শতাংশ ডিএ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং রাজ্য সরকারকে ঘোষণা করতে হবে– বাকি ডিএ কত দিনের মধ্যে দেওয়া হবে।
তিনি বলেন, আমরা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক সহ বিভিন্ন ধরনের ডিএ প্রাপকদের কাছে আহ্বান জানাচ্ছি, যতদিন না পর্যন্ত সম্পূর্ণ বকেয়া ডিএ আদায় হচ্ছে, তত দিন ন্যায়সঙ্গত আন্দোলন চালিয়ে যেতে হবে এবং তা তীব্রতর করে জয় ছিনিয়ে আনতে হবে।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪১ সংখ্যা ২৩ – ২৯ মে ২০২৫ এ প্রকাশিত