আবাস সার্ভেতেও চরম দুর্নীতি। আবাস তালিকা থেকে গরিব, ঝুপড়িবাসী আদিবাসীদের নাম বাদ দেওয়া হলেও বহু ধনী ব্যক্তির নাম শোভা পাচ্ছে তালিকায়। এর প্রতিবাদে এবং অবিলম্বে গরিব আদিবাসীদের ঘর, শৌচালয় ও কলোনির রাস্তার দাবিতে জন অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে ১৫ মে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খাকুড়দায় বিক্ষোভ মিছিল ও বিডিও-র মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।
রবীন্দ্র মুর্মু, সীতা মাণ্ডি, শম্ভু সানকি, রায়চাঁদ সিং, দীপক টুডু, শুকলাল হেমব্রম সহ হতদরিদ্র অসংখ্য মানুষের নিজের পাকা বাড়ি না থাকলেও আবাস নির্মাণ তালিকায় এদের নাম নেই। জনঅধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে ইতিপূর্বে ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কার্যকরী পদক্ষেপ না হওয়ায় ২ হাজার ২২ জন ঝুপড়িবাসীর তালিকা করে ছবি সহ জমা দেওয়া হয়। অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বঙ্কিম মুর্মু বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরেও দেশে জনজাতি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষের নিজস্ব দলিলভুক্ত জমি নেই। বহু মানুষ যাঁরা সরকারি জায়গায় বসবাস করছেন তার থেকেও উচ্ছেদ করা হচ্ছে। খাস জমি পাট্টা দেওয়ার প্রশ্নে সরকারের কোনও ভূমিকা নেই। বংশপরম্পরায় বসবাসকারী জনজাতি সম্প্রদায়ের মানুষদের জল জমি জঙ্গলের অধিকার আইনগত ভাবে প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন তীব্রতর করার আহ্বান জানান তিনি।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪১ সংখ্যা ২৩ – ২৯ মে ২০২৫ এ প্রকাশিত