ধর্ষণ ও খুনের প্রতিবাদ নারী নিগ্রহবিরোধী নাগরিক কমিটির

নারী নিগ্রহ বিরোধী নাগরিক  কমিটি দেশের নানা প্রান্তে একের পর এক নারী ধর্ষণ ও খুনের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ১৪ এপ্রিল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে৷ কমিটির পক্ষ থেকে অধ্যাপক পবিত্র গুপ্ত, শতরূপা সান্যাল, রূপশ্রী কাহালি, কুন্তলা ঘোষ দস্তিদার, অনীতা রায়, অধ্যাপক অনিল কুমার ঘোষ, অধ্যাপক শাহনওয়াজ, অধ্যাপক তরুণ দাস, লীনা সেনগুপ্ত প্রমুখের স্বাক্ষরিত এক বিবৃতিতে উত্তরপ্রদেশের উন্নাও–এ নাবালিকা গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়কের কঠোর শাস্তির দাবি করেছেন৷ একই সাথে জম্মুর কাঠুয়াতে ৮ বছরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এবং গুজরাটের সুরাটে ১১ বছরের নাবালিকার উপর নৃশংস অত্যাচারের ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে৷

(৭০ বর্ষ ৩৫ সংখ্যা ২০ এপ্রিল, ২০১৮)