দক্ষিণ দিনাজপুর জেলার বাগধারা পঞ্চগ্রামে মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে ৮ মে গঙ্গারামপুর থানায় মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে এফআইআর দায়ের করা হল। বেশ কিছুদিন ধরে কমিটির পক্ষ থেকে এলাকায় মদ বন্ধের দাবিতে আন্দোলন চলছিল। থানা, আবগারি দফতর, পুলিশ ফাঁড়ি এমনকি এসপি-র কাছেও অভিযোগ জানানো হয়েছে।
এসপি-র হস্তক্ষেপে আবগারি দফতরের কর্মীরা একদিন গিয়ে মদের ভাটির একটি অংশ ভেঙে দেওয়া সত্ত্বেও কিছুদিনের মধ্যে আবার রমরমিয়ে ব্যবসা চলতে থাকে। আন্দোলন আরও তীব্র হলে এ দিন সকালে আবগারি এবং থানার কর্মীরা মিলে গোটা ভাটি ভেঙে দেয়। এর পর মদ-ব্যবসায়ীরা আন্দোলনকারী মহিলাদের প্রচণ্ড মারধর করে। থানায় দুষ্কৃতকারী মদ-ব্যবসায়ীদের শাস্তির দাবিতে অভিযোগ জানিয়ে দ্রুত পদক্ষেপ দাবি করা হয়েছে।